#নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে এবার মানুষজন গরমে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছেন৷ এই বছরে দেশের রাজধানীতে গরমের নতুন রেকর্ড তৈরি হয়েছে৷ মৌসম বিভাগের খবর অনুযায়ি দিল্লিতে এবার অধিকতম ২৫ দিন অবধি সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল৷ ২০১২ -র পর এটা সবচেয়ে দীর্ঘসময় যখন তাপমাত্রা এতটা মারাত্মক থাকল৷ Photo- Representative
১৯৯৭ সাল থেকে এখনও অবধি বেড়েই চলেছে তাপমাত্রা
আইএমডি-র বিজ্ঞান বিভাগের মতে পরিসংখ্যান অনুযায়ি এর আগে ২০১২এ ৩০ দিন অবধি অধিকতম তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল৷ যেখানে ২০১০ এ এটা ৩৫ দিন অবধি ছিল৷ রাজধানী দিল্লিতে গত বছরে এরকম একটানা বেশি তাপমাত্রা ৬ দিন ছিল এবং ২০২০ তে সেটা ৩ দিন ছিল৷ এর আগে সবচেয়ে কম সময়ের জন্য অধিকতম তাপমাত্রা ১৯৯৭ তে মাত্র ২ দিন ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল৷ Photo- Representative
এই বছর গরম তাড়াতাড়ি শুরু হয়েছে
পরিসংখ্যান অনুযায়ি দিল্লিতে ২০১৯ এ ১৬ দিন, ২০১৮ তে ১৯ দিন, ২০১৭ এবং ২০১৬ তে ১৫ দিন, ২০১৫ তে ১৮ দিন, ২০১৪ তে ১৫ দিন, ২০১৩ তে ১৭ দিন অধিকতম তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল৷ ১৯৫৩, ১৯৫৪, ১৯৭১ সালে একদিনও এরকম হয়নি যখন তাপমাত্রা এতটা বেশি একদিনের জন্যেও হয়নি৷ Photo- Representative
গত রবিবার দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে স্পোর্টস কমপ্লেক্সের মৌসম স্টেশনে অধিকতম তাপমাত্রা ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস হবে৷ নজফগড়, মুঙ্গেশপুর, পীতমপুরা, আর রিজের মৌসম কেন্দ্রে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়৷ এদিকে আইএমডি ইতিমধ্যেই হলুদ অ্যালার্ট জারি করেছে৷ বেশ কিছু এলাকায় চলবে লু বা হিটওয়েভ৷ Photo- Representative