

হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়া শীতটা মকর সংক্রান্তির হাত ধরে যে ফিরেছে তারপরে জবরদস্ত ব্যাটিং করছে৷ উইকএন্ডেও শীতের প্রকোপে কাঁপছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ Photo-Representative


প্রবল ঠাণ্ডা রয়েছে উত্তরবঙ্গেও৷ তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলছে ০ ডিগ্রির পারদ৷ ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও প্রবল ঠাণ্ডার দাপট অনুভূত হচ্ছে৷ Photo-Representative


এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরভারতের বিভিন্ন জায়গাতেও প্রবল শীতের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় হাওয়া অফিস৷ দিল্লির মৌসম বিভাগের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ২০ জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ২০ টি জেলার দিনের তাপমাত্রাও প্রচণ্ড নেমে গিয়েছে৷ যার জেরে অস্বস্তি বাড়ছে৷ Photo-Representative


অ্যালার্ট জারি হয়েছে যে জেলাগুলিতে সেগুলির মধ্যে রয়েছে আলিগড়, আগ্রা, হমিরপুর, বিজনৌর, আমরোহা, গোরক্ষপুর,কানপুর, অযোধ্যা, বারাণসীতে সতর্কতা জারি করা হয়েছে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি র নিচে প্রচুর জায়গায় নেমে গেছে৷ এর পাশাপাশি দিল্লির মৌসমভবন ৪০ টি জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে৷ Photo-Representative