ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। সেই বিরাট কোহলির জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। একেই হয়তো বলে ভাগ্যের ফের! বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই তিন বছর হতে চলল। টিম ইন্ডিয়ায় তাঁর ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গেল।
2/ 6
কোহলির মতো সফল একজন ক্রিকেটারের পক্ষে এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়াটা বড় চ্যালেঞ্জ। তবে কোহলি বারবার বুঝিয়ে দিচ্ছেন, তিনি পজিটিভ চিন্তাভাবনা করছেন।
3/ 6
বিরাট কোহলি এদিন একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, খারাপ সময়ে তিনি কিন্তু পজিটিভ রয়েছেন। তাই ফিরে আসাটা তাঁর পক্ষে বড় কোনও ব্যাপার হবে না।
4/ 6
বিরাট কোহলি সফল ক্রিকেটার। রেকর্ড কোহলির সাফল্যের কথা বলে। তবে এখন তাঁর খারাপ সময় চলছে। আর এই সময়ের মধ্যে দিয়ে যে কোনও বড় ক্রিকেটারকে যেতে হয়েছে।
5/ 6
কপিল দেবের মতো কেউ কেউ অবশ্য ভারতীয় দলের প্রথম একাদশে কোহলির সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পাকিস্তানের বাবর আজম কিন্তু কোহলির সমর্থনে টুইট করেছেন। কোহলিকে সমর্থন করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
6/ 6
প্রায় তিন বছর হতে চলল কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। টি-২০, টেস্ট, ওয়ানডে, কোনও ফরম্যাটে বড় রান করতে পারছেন না তিনি। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে কোহলি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তা নিয়েও প্রশ্ন উঠেছে।