সূত্রের খবর, একজন সুপরিচিত ব্যবসায়ীর মেয়ে, যিনি নিজেও একটি বিউটি সেলুন চালান তারই বাগদান অনুষ্ঠান হয় কিছুদিন আগে। ২০ জানুয়ারি পানরুতির পাশে একটি ব্যক্তিগত বিবাহ হলে বিয়ে হওয়ার কথা ছিল ওই যুগলের। ১৯ জানুয়ারি একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন, কনে এসেছিলেন সেই অনুষ্ঠানে। তার আত্মীয়দের সঙ্গে নাচ (Viral Wedding) করতে শুরু করেন তিনি। প্রতীকী ছবি।
কিন্তু অনুষ্ঠানে উপস্থিত বরের তা একেবারেই না পসন্দ ছিল। এই নাচ নিয়েই দুজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। দুজনেই তর্কে জড়িয়ে পড়েন। মহিলাকে তাঁর ভাবী বর জিজ্ঞাসা করেন কেন তিনি এমন কাজ করলেন। ক্রমশ আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। দুজনের মধ্যে জোরদার টক্কর চলাকালীন কষিয়ে এক থাপ্পড় মেরে বসেন মহিলার ভাবী বর (Groom slapped bride) । এর প্রত্যুত্তরে ওই মহিলাও বরকে পাল্টা চড় মারেন। প্রতীকী ছবি।
গোটা বিষয়টা (Viral Wedding) দেখে কনের বাবা ক্ষুব্ধ হয়ে পরেছিলেন। এতটাই তিনি রেগে গিয়েছিলেন যে দিগ্বিদিগ জ্ঞান শূন্য হয়ে পড়েন তিনি রাগে। কিছুতেই মেনে নিতে পারেন না যে তাঁর উপস্থিতিতে তার মেয়েকে চড় (Groom slapped bride) মারার সাহস করেছিলেন তাঁর ভাবী স্বামী। এরপরেই মেয়েটির বাবা বর ও তার পরিবারকে বিয়ের হল ছেড়ে চলে যেতে বলেন। তিনি জানিয়ে দেন, ওই ব্যক্তিকে তিনি তাঁর জামাই হিসেবে মেনে নিতে পারবেন না। প্রতীকী ছবি।
পরবর্তীকালে, কনের বাবা তার আত্মীয়দের সঙ্গে আলোচনা করেন এবং তার মেয়েকে ভিলুপুরমের জিঞ্জি এলাকায় বসবাসকারী তাঁর খুড়তুতো ভাইয়ের সঙ্গে নির্দিষ্ট তারিখেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন (Groom slapped bride) । কন্যা প্রস্তাবে সম্মত হন এবং ২০ জানুয়ারি পানরুতি তিরুভাথিগাই মন্দিরে তার সেই সম্পর্কের ভাইকে বিয়ে করেন ওই মেয়েটি। প্রতীকী ছবি।
গত বছর অন্য একটি ঘটনায় মধ্যপ্রদেশের এক মহিলা মাতাল অবস্থায় বর আসার পর তার বিয়ে বাতিল করে দেন। ৭ নভেম্বর মধ্যপ্রদেশের রাজগড় জেলায় এই বিয়ের অনুষ্ঠানস্থলে যখন বিয়ের মিছিল বা 'বারাত' এসে পৌঁছয় তখন ঘটে ওই ঘটনা। বর এবং 'বরাতে'-এর কিছু আত্মীয় দৃশ্যত মদ্যপানরত ছিল। সুথালিয়া শহরে বিয়ের অনুষ্ঠানে নেশার কারণে বর নিজেও দাঁড়াতে পারেনি। গোটা ঘটনা কনে, মুসকান শেখকে হতাশ করে ফেলে এবং সে বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেয়। প্রতীকী ছবি।