হোম » ছবি » দেশ » DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
Bangla Digital Desk
1/ 6
• দেশের এই অতিমারী পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যারিয়েবল ডিএ বা ভ্যারিয়েবল ডিয়ারেন্স অ্যালাউন্স বেড়ে দ্বিগুণ করা হল । মাসিক ১০৫ টাকা থেকে বেড়ে তা হল ২১০ টাকা ।
2/ 6
• নয়া মহার্ঘভাতা ১ এপ্রিল, ২০২১ সাল থেকেই কার্যকর হবে। শুক্রবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের (Ministry of Labour and Employment) পক্ষ থেকে একটি বিবৃতিতে এটি জানানো হযেছে ।
3/ 6
• করোনার সঙ্গে লড়ছে গোটা দেশ । এমতাবস্থায় দেশের বাজারও অগ্নিমূল্য । নূন্যতম পরিষেবা নিতে গেলেও এখন চড়া দাম চোকাতে হয় দেশবাসীকে । সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
4/ 6
• এই ডিএ অবশ্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অধিনস্থ অস্থায়ী বা ঠিকা কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য । কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় দেড় কোটি অস্থায়ী কেন্দ্রীয় সরকারী কর্মী ।
5/ 6
• এ প্রসঙ্গে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার (Santosh Gangwar) জানিয়েছেন, ‘‘প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রের এই সিদ্ধান্তে বহু ঠিকাকর্মীর মাসিক আয় বাড়বে । ফলে তাঁরা উপকৃত হবেন ।’’
6/ 6
• প্রশাসনিক, খনি, তৈলখনি, বন্দর-সহ কেন্দ্রের অধীনস্ত যে কোনও প্রতিষ্ঠানের সরকারী কন্ট্র্যাক্টচুয়াল এবং ক্যাজুয়াল স্টাফদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে ।
DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
• দেশের এই অতিমারী পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যারিয়েবল ডিএ বা ভ্যারিয়েবল ডিয়ারেন্স অ্যালাউন্স বেড়ে দ্বিগুণ করা হল । মাসিক ১০৫ টাকা থেকে বেড়ে তা হল ২১০ টাকা ।
DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
• নয়া মহার্ঘভাতা ১ এপ্রিল, ২০২১ সাল থেকেই কার্যকর হবে। শুক্রবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের (Ministry of Labour and Employment) পক্ষ থেকে একটি বিবৃতিতে এটি জানানো হযেছে ।
DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
• করোনার সঙ্গে লড়ছে গোটা দেশ । এমতাবস্থায় দেশের বাজারও অগ্নিমূল্য । নূন্যতম পরিষেবা নিতে গেলেও এখন চড়া দাম চোকাতে হয় দেশবাসীকে । সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
• এই ডিএ অবশ্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অধিনস্থ অস্থায়ী বা ঠিকা কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য । কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় দেড় কোটি অস্থায়ী কেন্দ্রীয় সরকারী কর্মী ।
DA Doubled: মাসে দ্বিগুণ বাড়ল ভ্যারিয়েবল DA, উপকৃত হবেন দেড় কোটি সরকারী কর্মী
• এ প্রসঙ্গে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার (Santosh Gangwar) জানিয়েছেন, ‘‘প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রের এই সিদ্ধান্তে বহু ঠিকাকর্মীর মাসিক আয় বাড়বে । ফলে তাঁরা উপকৃত হবেন ।’’