1/ 4


উত্তরপ্রদেশে শৈতপ্রবাহের প্রবাহে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে ৷ এই কড়া ঠান্ডায় নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ ৷ সকলা-সন্ধে প্রবল ঠান্ডায় কাঁপছে দেশের উত্তরের এই রাজ্য ৷ ছবি সৌজন্যে এএনআই ৷
2/ 4


ঘন কুয়াশায় ঢেকেছে সমগ্র রাজ্যের মুখ ৷ প্রধানত বারাণসীর কড়াকে জেলায় হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা দেখা গিয়েছে ৷ রাস্তায় আলো দেখতে পাওয়া যাচ্ছেনা ৷ একটু দূরেই স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছেনা ৷ রাস্তায় যে গাড়িগুলি চলাচল করছে তা স্পষ্ট করে দেখা সম্ভব হচ্ছেনা ৷ ছবি সৌজন্যে এএনআই ৷
3/ 4


কিছুক্ষণ আগে এই খবর প্রকাশ্যে এসেছে নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও, ফরিদাবাদে আবহাওয়া খারাপ হতে চলেছে ৷ এক সরকারি সংস্থার একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে এই তথ্য ৷ ছবি সৌজন্যে এএনআই ৷