1/ 5


পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ । শহিদের পরিজনদের সঙ্গে কেঁদেছেন দেশবাসীও । পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা বিজয়। এই যুবক পুলওয়ামায় নিহত জওয়ানদের নাম নিজের পিঠে ট্যাটু করিয়েছেন ।
2/ 5


বিজয়ের মতে এই প্রয়াসের মাধ্যমে তিনি দেশের প্রতি আনুগত্যের বার্তা দিতে চান। এছাড়াও, সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ নিক সরকার, এমনই আর্জি তাঁর।
3/ 5


খেদকা জেলার বাসিন্দা বিজয় পানওয়ার । ট্যাটু করার সময় অসহ্য যন্ত্রণায় পিঠ ফুলে গেলেও দেশভক্তির কাছে হার মেনেছে সেই যন্ত্রণা ।
4/ 5


শহিদ জওয়ানদের কেউ মনে রাখেন না এমনকী নেতা-মন্ত্রীরাও নির্বাচনের পর তাঁদের কথা ভুলে যান । এরকম যাতে না হয় সেই কারণে এই অভিনব প্রয়াস বিজয়ের।