

লাভ জিহাদ বা বিয়ের জন্য ধর্মান্তকরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে অর্ডিন্যান্স পাশ করল উত্তর প্রদেশ সরকার৷ এ দিন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় লাভ জেহাদ বিরোধী খসড়া আইন পাশ হয়ে যায়৷ নতুন জারি হওয়া এই অর্ডিন্যান্স অনুযায়ী, অভিযুক্তদের দশ বছর পর্যন্ত জেলের সংস্থান রাখা হয়েছে৷


উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, যেভাবে বিয়ের নামে প্রতারণা, মিথ্যে প্রতিশ্রুতি বা জোর খাটিয়ে ধর্মান্তকরণ চলছিল, তা রুখতে এমনই কড়া আইনের প্রয়োজন৷ উত্তর প্রদেশ ছাড়াও মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য ধর্মান্তকরণ রুখতে এমন কড়া আইন আনার কথা ঘোষণা করেছে৷


সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, নতুন এই আইন অনুযায়ী অভিযুক্তদের এক থেকে পাঁচ বছর পর্যন্ত জেল এবং তার সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা করা হতে পারে৷ কিন্তু যদি দেখা যায় যে মহিলার ধর্মান্তকরণ করা হচ্ছে সে নাবালিকা বা তিনি তফশিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত, তাহলে অভিযুক্তের তিন থেকে দশ বছর পর্যন্ত জেলের সংস্থান থাকছে৷ সেক্ষেত্রে জরিমানার পরিমাণও বেড়ে হবে ২৫ হাজার৷


সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, নতুন এই আইন অনুযায়ী অভিযুক্তদের এক থেকে পাঁচ বছর পর্যন্ত জেল এবং তার সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা করা হতে পারে৷ কিন্তু যদি দেখা যায় যে মহিলার ধর্মান্তকরণ করা হচ্ছে সে নাবালিকা বা তিনি তফশিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত, তাহলে অভিযুক্তের তিন থেকে দশ বছর পর্যন্ত জেলের সংস্থান থাকছে৷ সেক্ষেত্রে জরিমানার পরিমাণও বেড়ে হবে ২৫ হাজার৷