

৩০ সেপ্টেম্বর শেষ হতে চলেছে আনলক ৪.০ পর্ব। অর্থাৎ জারি হতে চলেছে আনলক ৫.০। এই পর্বে কতটা শিথিল হবে আগের নিয়ম, কোন কোন ক্ষেত্র খুলবে, কোন কোন ক্ষেত্র থাকবে বন্ধই, জানুন সব সম্ভাবনার কথা।


৭ সেপ্টেম্বর থেকে চালু হয়ছিল মেট্রো পরিষেবা। ইতিমধ্যে চালু হয়েছে বেশ কিছু দূরপাল্লার বিশেষ ট্রেনও। মনে করা হচ্ছে এই পর্বে লোকাল ট্রেন চালু করার কথা জানাতে পারে কেন্দ্র।


আনলক ৪.০ পর্বে বন্ধ ছিল সিনেমাহল। যদিও ২১ সেপ্টেম্বর থেকে ওপেন থিয়েটারকে খোলার অনুমতি দেওয়া হয়। ইতিমধ্যেই মাল্টিপ্লেক্স অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া থেকে সরকারকে বারবার অনুরোধ করা হচ্ছে শর্ত রেখেই যেন এবার হল চালুর অনুমতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার ১ অক্টোবর থেকে হল চালুর অনুমতিও দিয়ে দিয়েছে। ফলে মনে করা হচ্ছে এবার দেশ জুড়েই শর্ত মেনে খুলে যেতে পারে হলগুলি।


আনলক ৪.০ পর্বে বন্ধ ছিল স্কুল-কলেজ। তবে বলা হয়, কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে। এই স্কুলগুলিতে অনুমতিসাপেক্ষ ভাবে শুধু নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই ছাড় দেওয়া হয়। বলা হয় স্কুল আসতে লাগবে অভিভাবকের লিখিত অনুমতি।মনে করা হচ্ছে এই পর্বেই জানা যাবে ঠিক কবে থেকে খুলছে স্কুল।