

গতকালই অর্থবর্ষ ২০১৯-২০ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন তিনি এবারের বাজেটে ১,৬০,১৭৫.৬৪ কোটি টাকা বরাদ্দ করেছেন ৷ যা অন্তর্বর্তীকালীন বাজেটের থেকে ১৫১৭.৬৪ কোটি টাকা বেশি বলেই মনে করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


যার মধ্যে ২০১৮ থেকে ২০৩০ সালের বিভিন্ন ক্ষেত্রে রেলের উন্নতির জন্য ৫০ লক্ষ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


৬৫,৮৩৭ কোটি টাকার গ্রাস সাবসিডি গ্রস বাজটরি সাপোর্ট দেওয়া হচ্ছে ৷ বাজেটে পিপিপি মডেলের প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


২০১৯-২০ সালের মধ্যে নতুন ৩৭৫০ কিমি রেলপথ, গেজ, ডাবল লিঙ্ক ও ট্রিপল লিঙ্ক নির্মাণের লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


২০২৩ সালর মধ্যে বুলেট ট্রেন মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত কাজ সম্পন্ন করার কাজ শেষ হবে ৷ প্রতীকী ছবি ৷


বাজেটে উল্লেখ করা হয়েছে গোল্ডেন কোয়্যালিটির ডায়গোন্যাল যা কলাকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইকে একসঙ্গে জুড়েছে ৷ রেল লাইনের সঙ্গে 2568 ROB/RUB নির্মাণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


রেল দুর্ঘটনায় রুখতে যান্ত্রিক ট্রেন প্রোটেকশন সিস্টেম ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


স্টেশনের সঙ্গে সঙ্গে স্টেশনেও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে একই সঙ্গে থাকবে ওয়াইফাই এর সুবিধাও ৷ প্রতীকী ছবি ৷