

দরকার হলে ফাঁসিতে ঝুলবেন৷ তবু বাবরি মসজিদ ধ্বংসের আন্দোলনে অংশ নেওয়ার জন্য জামিনের আবেদন করবেন না৷ বাবরি ধ্বংস মামলার রায় ঘোষণার আগে দলের সভাপতি জে পি নাড্ডাকে চিঠি লিখে এমনই জানিয়েছেন বিজেপি নেত্রী উমা ভারতী৷Photo-File


'দ্য প্রিন্ট'-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর নাড্ডাকে এই চিঠি লিখেছেন উমা ভারতী৷ ঘটনাচক্রে ওই দিনই দলের জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয় তাঁকে৷Photo-File


বাবরি মসজিদ ধ্বংসের ২৮ বছর পর বুধবার লখনউতে সিবিআই-এর বিশেষ আদালত এই মামলার রায় ঘোষণা করবে৷ এই মামলায় অন্যতম অভিযুক্ত উমা ভারতী৷ তাঁর সঙ্গেই অভিযুক্তের তালিকায় রয়েছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর যোশী, কল্যাণ সিং-এর মতোন বিজেপি-র প্রবীণ নেতারা এই তালিকায় রয়েছেন৷Photo-File


উমা ভারতী অবশ্য এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে ঋষিকেশের এইমস-এ ভর্তি রয়েছেন৷ ফলে তাঁর পক্ষে সশরীরে লখনউয়ের আদালতে উপস্থিত থাকা সম্ভব হবে না৷ তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তিনি হাজিরা দেবেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয়৷Photo-File


জে পি নাড্ডাকে লেখা চিঠিতে উমা ভারতী দাবি করেছেন, 'অযোধ্যা আন্দোলনে অংশ নিয়ে তিনি গর্বিত৷ ফলে এখন যদি তিনি জামিনের আবেদন করেন, তাহলে তাঁর সম্মানহানি হবে৷Photo-File


২০০১ সালে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করার গুরুতর অভিযোগ খারিজ করে দিয়েছিল একটি নিম্ন আদালত৷ এর পর ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট সেই রায় বহাল রাখে৷ যদিও ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট ফের ষড়যন্ত্রের অভিযোগ যুক্ত করার নির্দেশ দেয়৷ পাশাপাশি প্রতিদিন শুনানি চালিয়ে ২ বছরের মধ্যে এই মামলার রায় দেওয়ার জন্য সিবিআই-এর বিশেষ আদালতকে নির্দেশ দেয়৷Photo-File