

অযোধ্যায় ঘোর চাঞ্চল্য৷ শুক্রবার এক ঘটনা সামনে আসায় চমকে গেছেন সকলেই৷ দুই যুবতী একটি মন্দিরে গিয়ে বিয়ে সেরে ফেলেন৷ ঘটনার সঙ্গে সঙ্গেই তা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে৷ সমলিঙ্গের এই বিয়ে নিয়ে একেবারে জোর আলোচনা! Photo- Representative


এলাকায় চাঞ্চল্যের সূত্র ধরে এবার ঘটনাটি একেবারে থানায় পৌঁছে গেছে৷ এই দুই মহিলার মধ্যে একজন অযোধ্যার অন্যজন কানপুরের৷ দু পক্ষের আত্মীয়ের সূত্র ধরে আলাপ হয় এঁদের, সেখানে থেক সম্পর্ক প্রেমে গড়ায়৷ তারপর এরা বিয়ে করার সিদ্ধান্ত নেন৷ ২ জনের পরিবারই এই সিদ্ধান্ত মেনে নেননি , তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে দুই প্রেমিকা মন্দিরে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন৷Photo- Representative


আযোধ্যার মেয়েটি কানপুরের মেয়েটিকে নিজের স্ত্রী বলে, সে তাঁর বাড়িতে বিয়ের পর এই মেয়েটিকে নিয়ে যায়৷ এরপর বাড়িতে চরম অশান্তি শুরু হয়৷ অযোধ্যার যুবতীটি পুরুষদের পোশাকে পরেন৷Photo- Representative


কোতয়ালি নগরের সাহেবগঞ্জের এই ঘটনায় জোর আলোড়ন৷ বর্ষা আত্মীয়ের সঙ্গে কানপুরে যেতেন৷ সেখানে একতা নামের যুবতীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে৷ ফেসবুকের মাধ্যমে সম্পর্ক আরও গাঢ় হয়৷ পুলিশ দুই যুবতীকে ১৬৪ ধারায় বয়ান দায়ের করবে৷Photo- Representative