মুম্বইয়ে সফল অস্ত্রোপচার! যুবতীর দু’হাত বদলে একইসঙ্গে লাগানো হল নতুন দুই হাত!
মণিকার সফল অস্ত্রোপচারের এই খবর প্রকাশিত হতেই গুচ্ছ গুচ্ছ হাত প্রতিস্থাপনের অনুরোধ পাচ্ছেন তাঁর চিকিৎসকরা । এখনও পর্যন্ত ২৪টি এমন অনুরোধ এসেছে গ্লোবাল হাসপাতালে ।


• দু’টো হাতই চলে গিয়েছিল ভয়ঙ্কর এক দুর্ঘটনায় । বহু বছরের অপেক্ষার পর ফের যেন নিজেরই দু’টো হাত ফিরে পেলেন মুম্বইয়ের মণিকা মোরে । মিরাকেল দেখালেন মুম্বইয়ের চিকিৎসকরা । সফল অস্ত্রোপচারে যুবতীর দুই হাতই প্রতিস্থাপন করলেন তাঁরা । ছবি: সংগৃহীত ।


• মণিকার বাড়ি কুরলা জেলায় । ২০১৪ সালে মারাত্মক দুর্ঘটনা ঘটে তাঁর সঙ্গে । ঘাটকোপার স্টেশনে প্ল্যাটফর্মের মাঝে পড়ে গিয়ে দুই হাতই কাটা যায় তাঁর । কৃত্রিম অঙ্গ কিছু বছর ব্যবহার করলেও তা যত না ব্যবহারযোগ্য, তার চেয়েও বেশি বোঝার মতো মনে হতে শুরু করে মণিকার । ২০১৮ সালে অবশেষে হাত প্রতিস্থাপনের ইচ্ছা নিয়ে রেজিস্টার করান মণিকা । ছবি: সংগৃহীত ।


• অবশেষে কিছুদিন পর চেন্নাইয়ের হাসপাতালে ব্রেন ডেথ হওয়া এক রোগীর সঙ্গে মণিকার সমস্ত রিপোর্ট ম্যাচ করে । ওই রোগীর অভিভাবকরাও অর্গ্যান ডোনেট করতে রাজি হন । শুরু হয় অফিসিয়াল প্রক্রিয়া । চাটার্ড ফ্লাইটে চেন্নাই থেকে মুম্বই উড়ে আসে সেই হাত দু’টি । ছবি: সংগৃহীত ।


• এরপর শুরু হয় জোড়া লাগানোর প্রক্রিয়া । কিন্তু এই অস্ত্রোপচার মারাত্মক ব্যয়বহুল । ৩৬ লাখ টাকার দরকার । কিন্তু সেই সামর্থ্য ছিল না মণিকাদের । শেষ পর্যন্ত ক্রাউড ফান্ডিং করে টাকার জোগাড় করেন চিকিৎসকরাই । মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে এরপর শুরু হয় ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া । এর আগে অবশ্য এক বছর ধরে মণিকার পুনর্বাসন ট্রেনিং হয়েছে নতুন হাত ব্যবহারের বিষয়ে । ছবি: সংগৃহীত ।


• এক মাস আগে অস্ত্রোপচার সফল হয় মণিকার । গত ২৪ অগাস্ট তাঁকে নতুন হাত দেন চিকিৎসকরা । গ্লোবাল হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে তাঁর হাতের মধ্যে নতুন নার্ভ এবং হাড় তৈরি হচ্ছে । ফলে খুব সাবধানে অল্প অল্প করে হাত নাড়াতে পারছেন বছর চব্বিশের মণিকা মোরে । ছবি: সংগৃহীত ।


• গত শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন মণিকা । তবে এই প্যানডেমিকের সময় কোনও ভাবে যাতে তিনি সংক্রমিত না হন, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । ছবি: সংগৃহীত ।