মারাত্মক দুর্ঘটনায় পড়ল টয়ট্রেন ৷ কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী টয়ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে আহত হলেন ১০ জন পর্যটক ৷ দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়ঙের পাগলাঝোরার কাছে ৷ চালক-সহ আহতদের কার্শিয়ং হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
2/ 4
এদিন বিকেলে কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী টয়ট্রেন মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয় ৷ লাইনচ্যুত হয়ে উঁচু ট্রেনলাইন থেকে রাস্তার উপর ঝুলে পড়ে দুটি কামরা ৷
3/ 4
গুরুতর আহত হন ১০ জন পর্যটক ৷ ট্রেনের গতির জন্য অল্পবিস্তর আঘাত পেয়েছেন আরও কিছু যাত্রী ৷
4/ 4
ঘটনাস্থল পরিদর্শনে যান DHR ডিরেক্টর ৷ উত্তর সীমান্ত রেল ও DRM কাটিহারকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিল রেলবোর্ড ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন এনজেপি-র সিনিয়র এরিয়া ম্যানেজার পার্থসারথি শীল ৷
মারাত্মক দুর্ঘটনায় পড়ল টয়ট্রেন ৷ কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী টয়ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে আহত হলেন ১০ জন পর্যটক ৷ দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়ঙের পাগলাঝোরার কাছে ৷ চালক-সহ আহতদের কার্শিয়ং হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
এদিন বিকেলে কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী টয়ট্রেন মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয় ৷ লাইনচ্যুত হয়ে উঁচু ট্রেনলাইন থেকে রাস্তার উপর ঝুলে পড়ে দুটি কামরা ৷
ঘটনাস্থল পরিদর্শনে যান DHR ডিরেক্টর ৷ উত্তর সীমান্ত রেল ও DRM কাটিহারকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিল রেলবোর্ড ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন এনজেপি-র সিনিয়র এরিয়া ম্যানেজার পার্থসারথি শীল ৷