*মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। এটাই এখনও পর্যন্ত রেকর্ড। এর আগে ১১ এপ্রিল দিল্লির তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। প্রতীকী ছবি।
*দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। হতে পারে কালবৈশাখীও। কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। প্রতীকী ছবি।
*তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আরও ২৪ ঘণ্টা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২/৪৩ ডিগ্রির কাছাকাছি থাকবে এই জেলাগুলিতে। বৃষ্টি হলে কমতে পারে তাপমাত্রা। সরতে পারে তাপপ্রবাহ ৷ প্রতীকী ছবি।