হোম » ছবি » দেশ » এই নির্দিষ্ট তিথিতে শিবের মাথায় জল ঢাললেই পুণ্যলাভ সবচেয়ে বেশি
এই নির্দিষ্ট তিথিতে শিবের মাথায় জল ঢাললেই পুণ্যলাভ সবচেয়ে বেশি
Bangla Editor
1/ 5
• শিবের মতো বড় পাওয়ার জন্য অবিবাহিত নারীরা সারাদিন উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলে পুজো সম্পন্ন করেন ৷ তবে বিবাহিত দম্পতিরাও স্বামীর সঙ্গে সুখে সংসার করার কামনায় শিবের পুজো করেন ৷
2/ 5
• ৪ মার্চ অর্থাত্ ১৯শে ফাল্গুন (সোমবার) শিব চতুর্দশী। প্রলিত বিশ্বাস অনুযায়ী, নিশিতকলা তিথিতে শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানালে ভগবান তাঁর কথা শোনেন ৷ এই সময় জল ঢাললেও নাকি সবচেয়ে বেশি পুণ্যলাভ হয় ৷
3/ 5
• সোম ও মঙ্গল- দু’দিনই শিবরাত্রির তিথি থাকবে ৷ জেনে নিন, শিবরাত্রির সম্পূর্ণ নির্ঘণ্ট ৷