

শুক্রবার সন্ধেয় কোঝিকোড় বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে৷ আজ অর্থাত্ শনিবার ৩টি বিমান চলবে কোঝিকোড় বিমানবন্দরে৷ এই তিন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটই বিশেষ উদ্ধারকারী বিমান৷ ছবি সৌজন্য: ANI


প্রথম বিমানটি দুপুর ২টো নাগাদ দিল্লি থেকে রওনা দেবে কোঝিকোড়ের উদ্দেশ্যে৷ সেই বিমানে থাকবেন ডিজিসিএ-র তদন্তকারী অফিসাররা৷ থাকবেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর সিইও ও অন্যান্য আধিকারিকরা৷ ছবি সৌজন্য: ANI


দ্বিতীয় বিমানটি গিয়েছে মুম্বই থেকে৷ সেই বিমানে থাকছে এয়ার ইন্ডিয়ার বিশেষ উদ্ধারকারী দল৷ দুর্ঘটনাগ্রস্থ পরিবারগুলিকে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এঁরা৷ তৃতীয় বিমানটি দিল্লি থেকে কোঝিকোড় যাচ্ছে৷ তাতে থাকছেন এয়ার ইন্ডিয়ার সিএমডি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা৷ ছবি সৌজন্য: ANI


দুবাইয়ে ভারতীয় দূতাবাস আজ অর্থাত্ শনিবারও খোলা থাকছে সকাল ৮টা থেকেই৷ কেরল যাওয়ার জন্য কারও কোনও প্রয়োজন হলে কিংবা দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পেতে হলে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করলে, সাহায্য করা হবে বলে জানানো হয়েছে৷ ছবি সৌজন্য: ANI


অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি ৷ রানওয়ে ছাড়িয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে৷ দুটো টুকরো হয়ে যায় বিমান৷ পাইলট ডিভি শাঠে ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছে৷ এবং বিমানে দুই পাইলট, ৫ জন কেবিন ক্রু-সহ ছিলেন মোট ১৯১ জন৷ ছবি সৌজন্য: ANI