Home » Photo » national » মর্মান্তিক! নজর না-লাগার কালো সুতো গলায় আটকে দম বন্ধ হয়ে মৃত দুধের শিশু, দেখুন
মর্মান্তিক! নজর না-লাগার কালো সুতো গলায় আটকে দম বন্ধ হয়ে মৃত দুধের শিশু, দেখুন
শিশুটি প্যারামবুলেটরে ঘুমোচ্ছিল৷ নজর যাতে না-লাগে, তার জন্য শিশুটির গলায় মা-বাবা কালো সুতো বেঁধে দিয়েছিল৷ ঘুমের মধ্যেই শিশু সম্ভবত কোনও কারণে হাত চলে যায় গলায়৷
পাছে কারও নজর না-লাগে, এই কুসংস্কারে অনেক মা-বাবাই তাঁদের শিশু সন্তানকে কালো সুতো পরিয়ে রাখেন৷ অনেকে কালো টিপও দিয়ে দেন শিশুর কপালে৷ কেউ আবার পায়ে কালো সুতে বেঁধে রাখেন৷
2/ 6
এ হেন নজর না-লাগার কালো সুতোতেই মৃত্যু হল এক শিশুর৷ শ্বাসরোধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শিশুটি৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়৷
3/ 6
শিশুটি প্যারামবুলেটরে ঘুমোচ্ছিল৷ নজর যাতে না-লাগে, তার জন্য শিশুটির গলায় মা-বাবা কালো সুতো বেঁধে দিয়েছিল৷ ঘুমের মধ্যেই শিশু সম্ভবত কোনও কারণে হাত চলে যায় গলায়৷
4/ 6
সুতোয় আটকে যায় হাত৷ দুধের শিশুটি হাতটি সরাতে গিয়ে কোনও ভাবে হাতে জড়িয়ে যায় সুতোটি৷
5/ 6
বেকায়দায় এমন ভাবে সুতোটি পেঁচিয়ে যায় হাতে যে, গলায় ফাঁস লেগে যায়৷ অনেক চেষ্টা করেও সেই ফাঁস ছাড়াতে পারেনি শিশুটি৷ শ্বাস নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে৷
6/ 6
খানিক বাদে দম আটকে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়৷ প্যারামবুলেটরেই শিশুটি নিথর দেহ হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে৷ পুলিশ জানিয়েছে, শিশুটির বয়স ১ বছর৷