বড়দিনে মেঘলা আকাশ। বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। আগামীকাল কলকাতাতেও বৃষ্টি। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শুক্রবার ও বিক্ষিপ্ত বৃষ্টি দু'এক জায়গায়। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ। শনিবার থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। জমিয়ে ঠান্ডা উইকেন্ডে। বর্ষশেষে আর ও একদফা জাঁকিয়ে শীতের সম্ভাবনা । প্রতীকী ছবি ৷
একদিকে পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসছে অন্যদিকে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। এই দুয়ের জেরে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি রাজ্যে । হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে । মূলত ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি । প্রতীকী ছবি ৷
আগামী কয়েক দিন শীতল দিন অর্থাৎ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি জুড়ে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে একদিকে অন্যদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তর প্রদেশ বিহার ও শীতল ও ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামী তিন চারদিন অসম, মেঘালয়ে ঘন থেকে অতি ঘন কুয়াশা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । রাজস্থানে শৈত্যপ্রবাহ হতে পারি দু'এক জায়গায় । প্রতীকী ছবি ৷