এই বছর ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন বা India Meteorological Department ৷ প্রতীকী ছবি ৷
2/ 7
মৌসম ভবনের পক্ষ থেকে অধিকর্তা কে.জে রমেশ জানিয়েছেন এই বছর বৃষ্টিপাত পর্যাপ্ত হবে, তবে তিনি আরও জানিয়েছে মৌসুমি বায়ুর ব্যাপারে আগে থেকে বলা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 7
এর আগে স্কাইমেট এই বছর দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে জানিয়েছিল ৷ প্রভাব পড়তে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অ্যালনিনোর ৷ ফলে ঘাটতি দেখা দিতে পারে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণে ৷ প্রতীকী ছবি ৷
4/ 7
এবার ভাল বৃষ্টিপাত হবে এই ভাল বৃষ্টিপাত অর্থাৎ ৫০ বছরের বৃষ্টিরপাতের হারের মোটের উপরে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাতকে ভাল বৃষ্টিপাত বলা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 7
৯০ শতাংশের কম বৃষ্টিপাত হলে দেশে ক্ষরা দেখা দিতে পারে ৷ ঠিকঠাক বৃষ্টিপাত হলে জলের কষ্ট মিটবে, চাষবাস ভাল হবে ফসল ফললে খাদ্যশস্যের অভাব মিটবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 7
সর্বোপরি জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 7
ভাল বৃষ্টিপাত হলে কৃষকদের গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋণের সুযোগ সুবিধা পাবে কৃষকেরা ফলে বাড়বে দেশের কৃষিজ উৎপাদন ৷ প্রতীকী ছবি ৷