সরকারি ব্যাঙ্ক পিএনবি বা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নতুন ফিক্সড ডিপোজিটের নতুন স্কিম শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷ পিএনবির পক্ষ থেকে ১১১, ২২২ ও ৩৩৩ দিনের সুবিধা যুক্ত ফিক্সড ডিপোজিটের স্কিম শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷ এই তিন ধরনের ফিক্সড ডিপোজিটের বিশেষ ব্যাপার মধ্যে ৩৩৩দিনের স্কিমে সাধারণ মানুষের সব থেকে বেশি সুদ পাওয়ার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷ এই তিন ধরনের স্কিম ১১১, ২২২ ও ৩৩৩ দিনের স্কিমে কমপক্ষে ১০,০০০ টাকা বা সর্বাধিক ১০ কোটি টাকা ডিপোজিট করা যাবে ৷ প্রতীকী ছবি ৷ ১১১ দিনের ফিক্সড ডিপোজিটের উপরে বার্ষিক ৬.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ২২২ দিনের ফিক্সড ডিপোজিটের উপরে বার্ষিক ৬.৬ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.১ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ৩৩৩ দিনের ফিক্সড ডিপোজিটের উপরে বার্ষিক ৭.১০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ এই তিন ধরনের স্কিম ১১১, ২২২ ও ৩৩৩ দিনের স্কিমে প্রি-ম্যাচিউরিটি (মেয়াদ পূরণ হওয়ার আগে) টাকা তোলার সুবিধা নেই ৷ প্রতীকী ছবি ৷ তবে মেয়াদ পূরণের আগে ফিক্সড ডিপোজিটের টাকা তুললে ১ শতাংশ জরিমানা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷