সব থেকে বড় অমানবিক দৃশ্য প্রকাশ্যে এসেছে ৷ আইনের রক্ষকই নিজের হাতে তুলে নিলেন আইন ৷ চোর সন্দেহে ধৃত এক মহিলাকে চুলের মুঠি ধরে উত্তম-মধ্যম প্রহার করছেন একজন পুলিশ ৷ সঙ্গে তার সহকর্মীরা ছিলেন কিন্তু কেউ বাধা দেননি ৷ খাঁকি উর্দি পড়ে নিজেকে আইনেরও উর্ধ্বে মনে করেছেন ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিওরে ৷ যখন মহিলাটিকে বেধড়ক মারছিলেন রেলপুলিশের একজন কর্মী তখন তাঁর কোলে দুধের শিশু ছিল ৷ ধৃত মহিলাকে জিআরপি থানায় নিয়ে এসে নিজেই সাজা দিতে শুরু করে দেন ৷