গুজরাতের জুনাগড়ের সক্করবাগ প্রাণী সংগ্রহশালা থেকে ২ সিংহীকে বিশাখা পত্তনমে নিয়ে যাওয়া হয়েছে ৷ এতদূর পর্যন্ত সিংহদের নিয়ে যাওয়াতে বেশ সমস্যা ৷ এতে পশুরাজের শরীরের অবস্থা অত্যন্ত খারাপ বলেই মনে হয় ৷ এই সিংহীদেরকে নিয়ে মালগাড়িতে ৷ মাঝে মধ্যেই তাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়াও জরুরি ৷ ছবি সংগৃহীত ৷
বিশাখাপত্তনমে পৌঁছনোর পরে সমস্ত যাত্রীদের বের করার পরে পার্সেল ভ্যানকে স্টেশন থেকে বেশ খানিকটা দূরে খাঁচা পার্সেল ভ্যান থেকে বের করার কাজ করেছেন কর্মীরা ৷ বিশাখাপত্তনমের প্রাণী সংগ্রহশালায় পাটানো হয়েছে ৷ এই অভিযানে চিড়িয়াখানার প্রায় ১৫ জন কর্মী উপস্থিত ছিলেন ৷ এই স্থানান্তকরণে রেলের আয় হয়এছে ২.৯ লক্ষ টাকা ৷ (রিপোর্ট - চন্দন কুমার) ৷ ছবি সংগৃহীত ৷