

কেন্দ্র সরকার নতুন কৃষি আইন নিয়ে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলনরত রয়েছেন কৃষকরা৷ গত ৩১ দিন ধরে কৃষক আন্দোলনে উত্তাল উত্তর ভারত৷ শনিবার দিল্লির সিন্ধু বর্ডারে কৃষক সংগছনের বৈঠক হয়েছে৷ যাতে সরকারের প্রস্তাবে সহমত হয়ে আগে কথাবার্তা এগোনোর জন্য ঐক্যমতে পৌঁছনো গেছে৷ কৃষক সংগঠনের পক্ষ থেকে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় কথা বলার বার্তা পাঠানো হয়েছে৷ কথাবার্তার আগেই কৃষক সংগঠন নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়েছে এবং আগের রণনীতি স্থির করে নিয়েছে৷ তারা সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র যদি কথা না মানে তাহলে তাঁদের বিরোধ প্রদর্শন জারি থাকবে৷ Photo-News 18


কৃষক আন্দোলনের সংগঠন নিজেদের আন্দোলনের রূপরেখা পরিষ্কার করে নিয়েছে৷ তারা জানিয়ে দিয়েছে আন্দোলন তীব্রতর হবে৷ ৩০ ডিসেম্বর দিল্লির সব সীমানায় ট্র্যাক্টর মার্চ বার করা হবে৷ ট্র্যাক্টর মার্চ টিকরি বর্ডার থেকে হরিয়াণা -রাজস্থান বর্ডার, শাহজাহাপুর অবধি এই মার্চ হবে৷ এরপর দেশের ব্লকে ব্লকে ও তহশিলে, তহশিলে কৃষি আইনের বিরুদ্ধে বিরোধ শুরু করবেন কৃষকরা৷ ২৭ ও ২৮ তারিখ দিল্লির বিভিন্ন সীমান্চে শহিদি দিবস উদযাপন করবেন কৃষকরা৷ Photo-News 18


কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে এক মাস ধরে কৃষকরা দিল্লি সীমান্তে আন্দোলনে রত৷ তাঁদের সমর্থণে দিল্লির বিভিন্ন সীমান্তে চলছে আন্দোলন৷ এই আন্দোলনরত কৃষকদের কাছে খাদ্য ও অত্যন্ত প্রয়োজনীয় অন্য নিত্যাবশকীয় পণ্য শনিবার ফের পৌঁছে দিয়েছেন পঞ্জাব থেকে আসা তাঁদের সহযোগি কৃষকরা৷ তাঁদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে যদি সরকারের সঙ্গে বৈঠকের পর সরকার কথা না শোনে তাহলে আরও বড়সড় আন্দোলনের প্রস্তুতি নেবেন তাঁরা৷ কৃষক ইউনিয়নের নেতারা জানিয়েছেন সংগরুর, অমৃতসর, তরনাতারন , গুরদাসপুর, ভাতিন্ডা -র মত বিভিন্ন জেলা থেকে আরও অনেক কৃষক সিন্ধ ও টিকরি সীমান্তের দিকে এগোচ্ছেন৷ Photo-News 18


সংযুক্ত কৃষক মোর্চা -র জারি করা বৈঠকের অ্যাজেন্ডা -১) তিন কেন্দ্রীয় কৃষি আইন রদ /বরখাস্ত করার জন্য গ্রহণীয় নীতি (Modalities) ২) সমস্ত কৃষক ও কৃষি পণ্যের সুরক্ষার জন্য কৃষি আয়োগ দ্বারা জারি হওয়া লাভদায়ক এমএসপি- MSP -র আইনের গ্যারান্টি -র কাজ শুরু ৩) ‘রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্র ও তার আশপাশের বায়ুর গুণগতমান নিয়ন্ত্রণ, ২০২০ তে এমন সংযোজন যার দণ্ডবিধি থেকে কৃষকদের বাইরে রাখতে হবে ৪) কৃষকদের সুবিধার্থে বিদ্যুতের সংশোধন বিধায়ক ২০২০ তে যে বদল এসেছে তা বদল করতে হবে৷ Photo-News 18