দেশজুড়েই তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন। উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারত সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আগামী ৫ দিনে দু থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সেভাবে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার থেকে পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে আগামী পাঁচদিন তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা আবহবিদদের।
আগামী ২৪ ঘণ্টায় কেরালা ও মাহেতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে৷ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওড়িশাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামিকাল থেকে কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, বিশেষত পার্বত্য এলাকায় ঝোড়ো হাওয়া (স্ট্রং সারফেস উইন্ড) বইতে পারে, যার গতিবেগ ৩৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে প্রতি ঘন্টায়।
আজ সোমবার থেকে ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠবে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে রবিবার তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।