

একটি টিভি থাকবে৷ প্রাইভেট টয়লেট পাবেন৷ জামা-কাপড় কাচার জায়গা ও পর্যাপ্ত সূর্যালোক৷ হাঁটাহাঁটির জন্য সুবন্দোবস্তও৷ চুম্বকে এটাই ইচ্ছাকৃত ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া৷ জায়গা হবে মুম্বইয়ের আর্থার রোড জেলে ১২ নম্বর ব্যারাকে৷ ছবি সৌজন্য: জনসত্ত্বা


বিজয় মালিয়ার প্রত্যর্পণের আবেদনের শুনানিতে ব্রিটেনের আদালত সিবিআই-এর কাছে জানতে চায়, মালিয়াকে ভারতের কারাগারে কী ভাবে রাখা হবে, তার ভিডিয়ো পাঠান৷ সেই ভিডিয়োয় সিবিআই বিস্তারিত জানিয়েছে, আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকে কী ভাবে রাখা হবে মালিয়াকে৷ ছবি সৌজন্য: গুগল


যদিও মালিয়ার আইনজীবীদের বক্তব্য, ১২ নম্বর ব্যারাকটিতে আলো-বাতাস পর্যাপ্ত থাকে না৷ ভারত সরকারের দাবি বিশ্বাসযোগ্য নয়৷ ছবি সৌজন্য: গুগল


১০ মিনিটের ভিডিয়োয় মালিয়াকে কী কী সুবিধা দেওয়া হবে, সব জানিয়েছে সিবিআই৷ একটি বেসরকারি সংবাদমাধ্যমকে সিবিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, ব্রিটেনের কোর্ট জানতে চেয়েছিল, ভারতের জেল কতটা পরিষ্কার৷ আমরা তার প্রমাণ স্বরূপ ওই ভিডিয়োটি পাঠিয়েছি৷ ছবি সৌজন্য: গুগল


বস্তুত, আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকটি হাইপ্রোফাইল বন্দিদের জন্য৷ বিশেষ করে সেই সব বন্দিদের জন্য, যাঁদের জীবনহানির শঙ্কা আছে৷ ছবি সৌজন্য: গুগল