

♦ মদ্যপান করলে আর দিগ্বিদিক জ্ঞান থাকতো না ৷ আর সেই সময় নিজেরই ছোট্ট মেয়েটাই হত লালসার শিকার ৷


♦ বেশ কয়েকবার পাঁচ বছরের মেয়েটার উপর মধ্যবয়স্ক শরীরটা যে কতবার নৃশংস অত্যাচার করেছে, তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারছেন না ওই ব্যক্তির স্ত্রী ৷


♦ মদ্যপ অবস্থায় নিজেরই পাঁচ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। কুশাইগুডা ডিভিশনের এসিপি কে শিবকুমার শুক্রবার এ কথা জানিয়েছেন।


♦ তিনি বলেছেন, ওই শিশুর মা গত ১৭ জুন থানায় স্বামীর নামে অভিযোগ দায়ের করেছিলেন এই মর্মে যে তাঁর মদ্যপ স্বামী তাঁদের মেয়েকে বহুবার ধর্ষণ করেছেন। প্রথমে না জানলেও পরে মেয়ের কাছে ঘটনা শুনেই পুলিশে যান মহিলা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পক্সো আইনের ৫ আর/ডব্লু ৬ ধারায় মামলা রুজু হয়েছে। শুক্রবার মালকাজগিরি আদালতে তোলা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।


♦ মালকাজগিরি বার অ্যাসোসিয়েশন এবং মালকাজগিরি কোর্ট উইমেন বার অ্যাসোসিয়েশনের সব সদস্যই সাফ জানিয়ে দিয়েছেন তাঁদের দুটি সংগঠনের কোনও আইনজীবী ওই ব্যক্তির হয়ে মামলা লড়বে বা তার জামিনের জন্য আবেদন করবে না।