

বয়স ১৭। বাবা মায়ের উপর অভিমান করে বাড়ি ছেড়েছিল ওই নাবালিকা। ২২ দিন ধরে একটি পোলট্রিতে আটকে রেখে লাগাতার গণধর্ষণের করা হয়েছে তাঁকে! ঘটনাস্থল ওড়িশার রাজধানী কটক। বুধবার রাতে এমনটাই জানাল ওড়িশা পুলিশ। কটকের পাশের জেলা জগৎসিংপুরের ত্রিতল অঞ্চলের বাসিন্দা ওই মেয়ে।


তিন সপ্তাহ আগে কটকের ওএমপি স্কোয়ারে বাড়ি ফেরার বাসের অপেক্ষা করছিল মেয়েটি। এক অপরিচিত মোটরবাইক নিয়ে এসে তাকে বাড়ি ফেরানোর প্রতিশ্রুতি দেয়।


কিন্তু বাড়ি না ফিরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এক চৌলিয়াগঞ্জ অঞ্চলের এক বদ্ধ জায়গায়। সেখানেই ২২ দিন বন্দি ছিল সে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে নিজের এমনটাই জানিয়েছে ওই নাবালিকা।


কোনও অপকর্ম চলছে এমনটা সন্দেহ করে পুলিশকে খবর দেয় ওই এলাকার বাসিন্দারাই। ঘটনায় অভিযুক্ত দু'জনকে ধরতে ওই এলাকায় যায় স্থানীয় পুলিশের বড় দল। পুলিশের জালে ধরা পড়েছে একজন, অন্য অভিযুক্ত ফেরার।