

তামিলনাড়ুতে তীব্র জল সংকট। চেন্নাইয়ে চারটি রিজারভার শুকিয়ে কাঠ। টাকা দিয়েও জল মিলছে না। (Image: AP)


চেন্নাইয়ে জল সরবরাহের জন্য রয়েছে চারটি রিজারভর। কোনটাতেই সরবরাহ করার মত জল নেই ৷ভেলাচেরি রিজারভার - জল রয়েছে - ১৩ শতাংশ। নোচিকুপ্পাম রিজারভার - জল রয়েছে - ৯ শতাংশ। কাশিমেডু রিজারভার - জল রয়েছে- ৯ শতাংশ। অযোধ্যাকূপম রিজারভার - জল রয়েছে- ৭ শতাংশ


তাই তামিলনাডুতে এখন খরা পরিস্থিতি। ফুটি-ফাটা মাঠ। রিজার্ভারে জল প্রায় নেই বললেই চলে। রাস্তা-ঘাটে জলের জন্য হাহাকার। চাষের কাজ প্রায় বন্ধ।


চেন্নাইয়ের অবস্থা আরও খারাপ। হোটেল মিললেও জল মিলবে, এমন গ্যারান্টি দিতে পারছেন না হোটেল মালিকরা। প্রধান জলসরবরাহকারী মেট্রো ওয়াটারের ওপরেও আর ভরসা রাখতে পারছেন না শহরবাসী।


জল সরবরাহের জন্য তামিলনাড়ুকে আটটি ডিভিশনে ভাগ করা হয় ৷ আটটি ডিভিশনেই জলস্তর ১৫ এসডবলিইটিইউয়ের কম ৷ এসডবলিউটিইউ অর্থাৎ সয়েল টু ওয়াটার ট্রেসেবল ইউনিট। স্বাভাবিক অবস্থায় জলস্তর ৭৫ ইউনিটের ওপরে থাকার কথা। অর্থাৎ তামিলনাড়ুতে জলস্তর স্বাভাবিকের তুলনায় অনেক নীচে ৷ এই অবস্থায় ভূগর্ভস্থ জল পাওয়া কার্যত অসম্ভব ৷