

• মহার্ঘ্য জ্বালানি । রোজই দাম বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের । দেশের বহু শহরেই জ্বালানি তেলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে । তেলের দাম বাড়তেই অন্যান্য নিত্য-প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে চড়চড় করে । এমতাবস্থায় সাধারণ মানুষের চোখে জল আসার জোগাড় ।


• ঠিক এমন সময়েই দূর্দান্ত অফার নিয়ে এল একটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ । তারা জানাল, সকলকে বিনামূলে জ্বালানি তেল দেওয়া হবে । তবে তার জন্য করতে হবে একটি কাজ । সেটি সফলভাবে করতে পারলেই মিলবে পেট্রোল-ডিজেল ।


• তামিলনাড়ুর কারুর এলাকায় এমনই অফার দেওয়া হচ্ছে । এই সুবিধা পেতে হলে আবৃতি করতে হবে কবিতা । থিরুভাল্লুভারের ১০টি শ্লোক আওড়াতে পারলে মিলবে হাফ লিটার তেল । আর ২০টি শ্লোক বলতে পারলে মিলবে ১ লিটার তেল ।


• জনপ্রিয় তামিল কবি থিরুভাল্লুভারের জন্মদিন উপলক্ষ্যে ১৬ জানুয়ারি থেকে এই অফার শুরু হয়েছে । ওই দিনটিকে থিরুভাল্লুভার দিবস হিসাবে পালন করা হবে । এই অফার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত । তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে একমাত্র ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়ারাই ।