জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী৷ ঠিক ধরেছেন, শ্রীনগর৷ এ হেন কাশ্মীরের সামার ক্যাপিটাল শীতলতম রাত দেখল রবিবার৷ গত ১১ বছরে এত ঠান্ডা পড়েনি শ্রীনগরে৷
2/ 5
তাপমাত্রার পারদ নেমে যায় শূন্যের চেয়ে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস৷ অর্ধেক জমে গিয়েছে ডাল হ্রদ৷ জলের পাইপেও ঠান্ডায় জল জমে যাওয়ায় বড় অঞ্চলে জল সঙ্কট দেখা দিয়েছে৷
3/ 5
শ্রীনগরে ডিসেম্বরে সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রা ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর হয়েছিল৷ সে বার মাইনাস ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ৷ হাওয়া অফিস জানিয়েছে, শ্রীনগরে গত ১১ বছরে রবিবার রাতই শীতলতম৷ এর আগে ২০০৭ সালের ৩১ ডিসেম্বর শ্রীনগরে মাইনাস ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল৷
4/ 5
দক্ষিণ কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস৷ রবিবার রাতে পহেলগাঁওয়ের কোকারনাগে তাপমাত্রা ছিল মাইনাস ৩.৯ ডিগ্রি সেলসিয়াস৷
5/ 5
উত্তর কাশ্মীরে কুপওয়ারায় রবিবার রাতে ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, পহেলগাঁওয়ে রাতে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৭.২ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত কাশ্মীরে বৃষ্টি পড়বে না৷