

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-এর বিবাহ বিচ্ছেদের লড়াই এখন রাজ্য রাজনীতিরও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সুজাতা সোমবার তৃণমূলে যোগদান করার পরই তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা জানিয়েছিলেন সৌমিত্র৷ সাংবাদিক সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, এক জ্যোতিষীর পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন সুজাতা৷ Info and Photo- Akshoy Dhibar


সৌমিত্রের এই অভিযোগের পরেই এক জ্যোতিষীর সঙ্গে সুজাতার যোগাযোগের ছবি সামনে এল৷ আশিষ রায় নামে ওই জ্যোতিষীর ফেসবুক প্রোফাইলে তাঁর সঙ্গে সুজাতা মণ্ডল খাঁ-এর ছবি দেখা গিয়েছে৷ এ দিন সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে৷ Info and Photo- Akshoy Dhibar


সূত্রের খবর, কয়েক দিন আগেই তারাপীঠ মহাশ্মশানে একটি বড় হোমযজ্ঞের আয়োজন করেছিলেন ওই জ্যোতিষী৷ সেখানে সুজাতা মণ্ডল খাঁ-ও উপস্থিত ছিলেন৷ তার পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ও টলিউডের অভিনেত্রীও উপস্থিত ছিলেন৷ Info and Photo- Akshoy Dhibar


সৌমিত্র খাঁ সোমবার সাংবাদিক বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তৃণমূলে গেলে বড় জায়গা পাবে বলে এক জ্যোতিষী সুজাতাকে ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ সেই কথায় বিশ্বাস করেই সুজাতা এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন সৌমিত্র৷ Info and Photo- Akshoy Dhibar