করোনার জন্য বন্ধ ছিল এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন। এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল শ্রীনগরের টিউলিপ গার্ডেন (Tulip Garden)। শ্রীনগরের ডাল লেকের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই টিউলিপ ফুলের বাগান। ২০০৭ সালে তৈরি করা হয়েছিল এই বাগান। চলতি বছরে এখানে ১৫ লাখ টিউলিপ ফুলের গাছ লাগানো হয়েছে। চলতি বছর টিউলিপ উত্সব আয়োজন করা হতে পারে। এমনই জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন রঙের টিউলিপ ফুল দেখা যায় এই বাগানে। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই গার্ডেন। তবে ফুল গাছের পরিচর্যায় কোনও খামতি ছিল না।