ডিসেম্বরের প্রথম দিনেই শীতলতায় রেকর্ড গড়ল শ্রীনগর। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী গতকাল রাতে তাপমাত্রা ছিল -২.৪ ডিগ্রি যা এখনও পর্যন্ত শীতলতম । জম্মু-কাশ্মীরে আরও কমবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দফতর। (ছবি: সংগৃহীত)
2/ 7
স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে ছিল সর্বনিম্ন তাপমাত্রা । রাতের আকাশ পরিষ্কার থাকার দরুন আরও কমেছে তাপমাত্রা । (ছবি: সংগৃহীত)
3/ 7
আগামী কয়েকদিনও আকাশ পরিষ্কার থাকবে যার ফলে আরও কমবে তাপমাত্রা । (ছবি: সংগৃহীত)
4/ 7
পহেলগাঁও ও গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে -৫.১ ডিগ্রি ও -৩.১ ডিগ্রি । (ছবি: সংগৃহীত)
5/ 7
লেহতে সবচেয়ে কম ছিল তাপমাত্রা -৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কার্গিলে তাপমাত্রা ছিল -৯.০ ডিগ্রি সেলসিয়াস । (ছবি: সংগৃহীত)
6/ 7
এছাড়াও শীতলতম স্থানগুলির মধ্যে রয়েছে জম্মু ( -৯.৬ ডিগ্রি সেলসিয়াস) , কাটরা (৯.২ ডিগ্রি সেলসিয়াস), ভাওয়েরদাহ (-২.১ ডিগ্রি সেলসিয়াস) ।(ছবি: সংগৃহীত)
7/ 7
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৭ ডিসেম্বর পর্যন্ত মেঘমুক্ত আবহাওয়া বজায় থাকবে যার জেরে আরও কমবে তাপমাত্রা । (ছবি: সংগৃহীত)