1/ 6


টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়েও ভাঙনের মুখে! প্রথমে রাজীব, তারপর কিষাণ আর তৃতীয়বার রোশনের সঙ্গে সংসার পাতেন শ্রাবন্তী। কিন্তু কোথাও যেন বাঁধ সাধল! শ্রাবন্তীর তৃতীয়বার বিবাহবিচ্ছেদ নিয়ে হাজারো জল্পনা-কল্পনায় মুখর টলিপাড়া।
3/ 6


ইনস্টাগ্রামে শ্রাবন্তী রোশনকে আনফলো করে দন। এরপর রোশনও আনফলো করেন শ্রাবন্তীকে। আপাতত শ্রাবন্তী বা রোশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিঞা-বিবির আর একটা ছবিও নেই।
4/ 6


এরমধ্যেই ফের সামনে এল শ্রাবন্তী এবং রোশন সিংয়ের তরজা। শ্রাবন্তী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সিং পদবী সরিয়ে ফেলেন। এরপরই রোশন ইনস্টাগ্রামের স্টোরিতে একটি স্টেটাস দেন, যা দেখে জল্পনা আরও ঘনিয়েছে
5/ 6


রোশনের নতুন জিমের উদ্বোধনে দু’জনকে দেখা গেলেও, শ্রাবন্তী দ্বিতীয় সন্তান হিসেবে যে ফিটনেস ব্যবসার কথা বলেছেন, তাতে রোশনের নাম নেই !