

এক সময় ঢাই কিলো হাতের জেরে জনপ্রিয় পর্দার নায়ক , এবার তাঁকে নিয়ে শুরু নয়া জল্পনা । (Photo: Twitter)


গতকাল পুনে বিমানবন্দরের লাউঞ্জে সানির সঙ্গে দেখা হয় বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের । যদিও মাত্র ৫ মিনিটের জন্য কথাবার্তা হয় দুজনের কিন্তু এরমধ্যেই সানিকে নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা । (Photo: Twitter)


লোকসভা নির্বাচনে পঞ্জাবের তিনটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি ও জল্পনা অনুযায়ী অমৃতসর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সানি । (Photo: Collected)


প্রসঙ্গত, পঞ্জাবের অমৃতসর, গুরদাসপুর ও হোশিয়ারপুর কেন্দ্রে বিজেপি ও শিরোমণি আকালি দল জোটবদ্ধ হয়েছে । (Photo: Collected)


বিজেপি জেলা সভাপতি যোগেশ গোগাওয়ালে জানিয়েছেন দু'জনের এই সাক্ষাৎ পূর্বপরিকল্পিত ছিল কিন্তু বিস্তারিত কিছু তিনি সংবাদমাধ্যমে জানাতে চাননি । যদিও সানি জানিয়েছেন হঠাৎ করেই শাহের সঙ্গে দেখা হয় তাঁর ও এই জল্পনা ভিত্তিহীন (Photo: Collected)


অমৃতসর কেন্দ্রে পুনম ধিঁলো ও রাজেন্দ্র মোহন সিং চিনার নাম ঘোষণা নিয়েও চলছে জল্পনা । গত বছর মুম্বই বিজেপি শাখার সহ সভাপতি পদে নিযুক্ত হয়েছেন পুনম । (Photo: Collected)