মানুষ যখনই বিপদে পড়েছেন, তাঁদের পাশে আর কেউ থাকুন না থাকুন, থেকেছেন বলিউডের অভিনেতা সোনু সুদ! লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজে দায়িত্ব নিয়ে বাড়ি ফিরিয়েছেন! গরিব, অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে দিয়েছেন, ঝড়ে-বৃষ্টিতে গৃহহীন মানুষের মাথায় তুলে দিয়েছেন ছাদ! এককথায়, পর্দার নকল হিরো নয়, বাস্তবের রক্তমাংসের নায়ক সোনু সুদ! এবার, তিনি দাঁড়ালেন NEET, JEE-পরীক্ষার্থীদের পাশে!
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সোনুর বার্তা, ' কোনও চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি!' করোনা আবহের মধ্যেই যদি NEET, JEE পরীক্ষা হয় তবে পড়ুয়াদের সবরকম সাহায্যে রয়েছেন অভিনেতা! তিনি ট্যুইটে জানান, তোমরা যদি কোথাও আটকে পড়, আমায় জানিও কোন এলাকায় আছ! আমি তোমাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করব। পরিকাঠামোর অভাবে পরীক্ষা দেওয়া হবে না, কোনও ছাত্রছাত্রীর ক্ষেত্রে এমনটা হতে দেব না!''
একজন অসহায় ছাত্র সোনু সুদকে ট্যুইটারে একটি ভিডিও পাঠান! সেখানে সে কাঁদতে কাঁদতে অভিনেতাকে জানিয়েছেন, এ'বছর যদি NEET, JEE পরীক্ষা হয় তবে তাঁকে ২৫-৩০ হাজার টাকা খরচা করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে! তার পক্ষে এতটা খরচ বহন করা সম্ভব নয়। ছাত্রের ট্যুইটে রিপ্লাই দিয়ে সোনু আস্বস্ত, '' যদি এ'বছর NEET, JEE পরীক্ষা হয়, প্রতিটা ছাত্রছাত্রী যারা গুজরাত, অসম ও বিহারের বন্যা কবলিত এলাকায় আটকে পড়েছ, আমায় যোগাযোগ কর, তোমরা কোথায় থাক ও তোমাদের পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট এলাকা জানাও। আমি ব্যবস্থা করব তোমাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার!''
প্রসঙ্গত, এর আগে সোনু সুদ নিজেই কেন্দ্রীয় সরকারের কাছে ছাত্রছাত্রীদের স্বার্থে NEET, JEE পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েছিলেন। তিনি ট্যুইট করেন,'' বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সরকারের কাছে অনুরোধ, NEET, JEE পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। COVID-19-এর এই পরিস্থিতিতে আমরা কখনওই ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না।'' সোনু সুদের কথায়, গোটা দেশে প্রায় ২৬ লক্ষ ছাত্রছাত্রী। বহু ছাত্রছাত্রী বিহার থেকে পরীক্ষায় বসে, সেখানে বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। অসমেও বন্যার নিদারুণ চিত্র! গুজরাতও NEET, JEE পরীক্ষা স্থগিত রাখার আবেদন করেছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক।