1/ 4


গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রুটিন চেক আপ এবং পরীক্ষার জন্য তিনি ভর্তি হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। photo source collected
2/ 4


স্যার গঙ্গারাম হাসপাতালের পরিচালন পর্ষদের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানা বলেছেন, 'বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেক-আপ এবং টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।'photo source collected
3/ 4


আজ ফের হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর টেস্ট চলছে। তবে তিনি ভাল আছেন। এবং তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল। গতকাল হাসপাতালে ভর্তির আগে জরুরি মিটিংও সারেন সনিয়া গান্ধি। photo source collected