৬ টাকায় এক কোটি টাকা! হ্যাঁ, একেবারে সত্যি। আর এমনটা তো এখন আকছার হচ্ছে। লটারি টিকিট ভাগ্য বদলে দিচ্ছে অনেকের। এবার এক পুলিশ কনস্টেবল হলেন কোটিপতি।
2/ 6
পঞ্জাবের ফিরোজপুরের পুলিশ কনস্টেবল কুলদীপ সিংয়ের জীবন বদলে দিল লটারির টিকিট। কোনওরকমে সংসার চলত তাঁর। এখন তিনি কোটিপতি।
3/ 6
মা বলজিন্দর কউর ছেলে কুলদীপকে ৬ মাস ধরে বলছেন, লটারির টিকিট কাটতে। মা স্বপ্নে দেখেছিলেন, ছেলে কোটিপতি হবে। মায়ের কথায় ৬ মাস ধরে লটারির টিকিট কাটেন কুলদীপ।
4/ 6
২ আগস্ট নাগাল্যান্ড স্টেট লটারির টিকিটে এক কোটি টাকার পুরস্কার জেতেন। ভাগ্য বদলে যায় পুলিশ কনস্টেবলের।
5/ 6
২ আগস্ট রাতে লটারির টিকিটের দোকান থেকে কল আসে কুলদীপের ফোনে। পঞ্জাবে থাকলেও কুলদীপের আদি বাড়ি রাজস্থানে।
6/ 6
কুলদীপ পঞ্জাবে থাকলেও তাঁর মা, স্ত্রী, ছেলে থাকেন রাজস্থানের শ্রীগঙ্গানগরে। রাতারাতি ভাগ্য এভাবে বদলে যেতে পারে, এখনও যেন বিশ্বাসই হচ্ছে না কুলদীপের।