৫ অগাস্ট শিলান্যাস, রাম মন্দিরের জন্য যাচ্ছে বদ্রীনাথের মাটি, অলকানন্দা নদীর জল
৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজো, মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণে দেশের নানা প্রান্তের হিন্দু দেবস্থানের জল ও মাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো, মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণে দেশের নানা প্রান্তের হিন্দু দেবস্থানের জল ও মাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অযোধ্যায় যাচ্ছে বদ্রীনাথের মাটি, অলকানন্দা নদীর জল। বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, ৫ আগস্ট শিলান্যাস অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের শিলান্যাস পর্ব সম্প্রচারিত হবে দূরদর্শনে।


বদ্রীনাথের মাটি, অলকানন্দা নদীর জল। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, বারণসীর পুরোহিতরা ভূমি পুজোর দায়িত্বে থাকবেন, সঙ্গে থাকবেন অযোধ্যার পুরোহিতরাও। ভূমি পুজোর দিন গর্ভগৃহে পাঁচটি রুপোর ইট রাখা হবে।


বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, সোমবারই তাঁদের প্রতিনিধি জল ও মাটি আনার জন্য অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছেন। নতুন নকশা অনুযায়ী, রামমন্দিরের উচ্চতা ১৪১ ফুট থেকে বাড়িয়ে ১৬১ ফুট করা হবে, যোগ করা হয়েছে ২টো মন্দিরও।