ভোররাত থেকে সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত ৷ তুষারপাত ফালুট, গৈরিবাসেও ৷ এর জেরে আটকে প্রায় ১০০ পর্যটক ৷ রাস্তায় বরফ জমে বিপত্তি ৷ পাহাড়ি পথে গাড়ি ওঠানামা বন্ধ ৷ অন্যদিকে দার্জিলিঙেও গভীর রাত থেকে বৃষ্টি ৷ ঠান্ডায় কাঁপছে দার্জিলিঙও। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি।