এ বার শীতটা বেশ জম্পেশ ভাবেই শুরু হয়েছে উত্তর ভারতে। সেপ্টেম্বরেই আচমকা তুষারপাত হয়ে গিয়েছিল হিমাচলের লাহুল-স্পিতি অঞ্চলে। ছবি: নিউজ এইটিন ৷ বরফে ঢেকে গিয়েছিল রোটাং পাসও। সেই শুরু। তার পর থেকে মাঝেমধ্যেই তুষারপাত হয়ে চলেছে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়। ছবি: নিউজ এইটিন ৷ কিছুদিন আগেই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে মানালিতে। তার দু’ দিন পরেই বরফ পেয়েছে সিকিমের কিছু জায়গা। ছবি: নিউজ এইটিন ৷ এ বার নির্দিষ্ট সময়ের অনেক আগেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে পার্বত্য অঞ্চলে। ছবি: নিউজ এইটিন ৷ গতকাল সোমবারও পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকা ৷ ছবি: নিউজ এইটিন ৷ এর জেরে সিকিমের জনজীবন বিপর্যস্ত বলে জানা গিয়েছে ৷ রাস্তায় বরফ জমে যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে ৷ ছবি: নিউজ এইটিন ৷ তুষারপাতের জেরে এলাকায় প্রবল ঠান্ডা আবহাওয়া ৷ কনকনে শীতে ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ৷ ছবি: নিউজ এইটিন ৷ দোকান-পাট প্রায় বন্ধ বললেই চলে ৷ ছবি: নিউজ এইটিন ৷ এমজি মার্গ, যে জায়গাটিতে মূলত বাজার রয়েছে ৷ সেই এলাকাটিও কার্যত শুনসান ৷ লোকজনের প্রায় দেখা নেই বললেই চলে ৷ ছবি: সুদীপ্ত সাঁপুই ৷ সিকিমের পাশাপাশি ভারত-চিন সীমান্ত, এবং উত্তর সিকিমেও ভারী তুষারপাত লক্ষ্য করা গিয়েছে ৷ ছবি: সুদীপ্ত সাঁপুই ৷ এর পাশাপাশি দার্জিলিং ও ভুটানের বেশ কিছু এলাকাতেও তুষারপাত দেখা গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ছবি: সুদীপ্ত সাঁপুই ৷