হায়দরাবাদের এমডব্লু হাইটেক প্রোজেক্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কম্পানির HR হেড অভিষেক ৷ সংস্থায় যোগ দেওয়ার দু’সপ্তাহের মধ্যেই তার সন্দেহ হয় যে সংস্থায় কিছু একটা ঘোটালা চলছে ৷ ম্যানেজমেন্টকে এই বিষয়ে জানালে তাকে মুখ বন্ধ রাখতে বলা হয় ৷ অভিষেক সেই কথা শুনতে না চাইলে তাকে হুমকিও দেওয়া হয় ৷ এরপর প্রভিডেন্ট ফান্ড কমিশনার, লেবর মন্ত্রক, পিএমও ও ইনকাম ট্যাক্সে এই বিষয়ে জানায় ৷ এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য যা শুনলে ঘুম উড়ে যাবে সকলের ৷ গত ৪ বছর ধরে কোনও কর্মচারীর পিএফ জমা করছিল না সংস্থা ৷ অথার্ৎ প্রায় ১৩০ কোটি টাকা জমা করে নিন সংস্থা ৷ ইপিএফও তদন্ত শুরু করে তাদের রিপোর্টে এই বিষয়ে জানিয়েছে ৷