

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার পরই দেশের যে বিমানবন্দরগুলিতে টেবল টপ রানওয়ে রয়েছে, সেগুলি বিমান ওঠানামার ক্ষেত্রে কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দেশের সবথেকে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিমানবন্দর রয়েছে হিমাচল প্রদেশের সিমলায়৷প্রতীকী ছবি


সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৯৬ মিটার উচ্চতায় পাহাড়ে ঘেরা সিমলা বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১২০০ মিটারেরও কম৷ দীর্ঘদিন ধরে রানওয়ে সম্প্রসারণের পরিকল্পনা চললেও জমি জটে কাজ শুরু করা সম্ভব হয়নি৷ প্রতীকী চিত্র৷


দেশে এই মুহূর্তে কোঝিকোড় সহ দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে টেবল টপ রানওয়ে রয়েছে৷ সেগুলি হল ম্যাঙ্গালোর (কর্ণাটক), কোঝিকোড় (কেরল), সিমলা (হিমাচল প্রদেশ) এবং পাকইয়ং (সিকিম)৷Representative Image


পাহাড় বা মালভূমির উপরে তৈরি এই ধরনের রানওয়েতে বিমান অবতরণ তুলনামূলক ভাবে ঝুঁকিপূর্ণ৷ ডিজিসিএ প্রধান অরুণ কুমার অবশ্য দাবি করেছেন, কোঝিকোড় বিমানবন্দরে নিরাপদে বিমান অবতরণের জন্য যথেষ্ট লম্বা রানওয়ে রয়েছে৷