গত এক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে কন্নড় উপকূলে। (Image: Special Arrangement) কর্ণাটকের সরকার গঠনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি আর তার আগেই নতুন সংকট। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দক্ষিণ কর্ণাটক (Image: Special Arrangement) কন্নড় উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। (Image: Special Arrangement) মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে দক্ষিণ কর্ণাটকের উপকূলে আরও বৃষ্টিপাত হতে পারে। (Image: Special Arrangement) কর্ণাটকের উপকূলবর্তী এলাকা এখন জলের তলায়। (Image: Special Arrangement) সাইক্লোন মেকুনু-র প্রভাব তো রয়েছেই আর সেইসঙ্গে কেরালায় আগেই ঢুকেই পড়েছে বর্ষা। এই জোড়া ফলাই কাল হল কর্ণাটকের। (Image: Special Arrangement) কোথাওই প্রায় রাস্তা দেখা যাচ্ছে না। জলের তলায় মুখ লুকিয়েছে অনেক গ্রাম। (Image: Special Arrangement) কোথাওই প্রায় রাস্তা দেখা যাচ্ছে না। (Image: Special Arrangement) প্রবল বৃষ্টিতে বেশ কিছু দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে (Image: Special Arrangement) প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন কর্ণাটকের বহু রাস্তা। ব্যাহত জনজীবন। (Image: Special Arrangement) গ্রামগুলোর অবস্থাও শোচনীয়। (Image: Special Arrangement) প্রবল ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে (Image: Special Arrangement) রাস্তায় প্রচুর গাছ উলটে সমস্যার সৃষ্টি হয়েছে। (Image: Special Arrangement)