ভারতে প্রায় এসে পড়েছে বর্ষা! কবে থেকে ভারতে বর্ষা প্রবেশ করবে, তা নিয়ে এ বার স্পষ্ট কথা জানাল দিল্লির আবহাওয়া অফিস। আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে কেরলে প্রবেশের মুখে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
2/ 5
আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগর ও মলদ্বীপের পার্শ্ববর্তী এলাকা ও লাক্ষাদ্বীপে এই মৌসুমি বায়ু প্রবেশ করেছে।
3/ 5
মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণের বাতাস দক্ষিণ আরব সাগরের নিম্ম অংশের বায়ুকে প্রভাবিত করছে। সেই কারণেই কেরলের উপকূলে মেঘ প্রবেশ করছে।
4/ 5
সেই কারণেই কেরলের বর্ষা প্রবেশের অনুকুল পরিবেশ তৈরি হয়েছে। মৌসম ভবনের তথ্য অনুসারে আগামী ২ থেকে ৩ দিনের মধ্য়ে প্রবেশ করবে বর্ষা।
5/ 5
এই একই সময়ের মধ্যে আরও দ্রুত মৌসুমি বায়ু আগুয়ান হবে আরও কিছুটা, শেষ পর্যন্ত সেই কারণে বৃষ্টি শুরু হতে পারে লাক্ষাদ্বীপে।