হোম » ছবি » দেশ » দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে

IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে

  • 16

    IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে

    দেশের বিভিন্ন আইএএস অফিসাররা তাঁদের বিশেষ কাজের জন্য পরিচিত। আইএএস স্মিতা সবরওয়াল আর কোনও পরিচয়ের ওপর নির্ভরশীল নন। তার নামে এমন অনেক রেকর্ড রয়েছে, যেগুলো ভাঙা কারও পক্ষে সহজ হবে না। আজ আইএএস স্মিতা সবরওয়ালের গল্প জেনে নিন।

    MORE
    GALLERIES

  • 26

    IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে


    আইএএস স্মিতা সবরওয়াল তেলঙ্গানায় কর্মরত। তাঁকে বলা হয় 'জনগণের কর্মকর্তা'। তাঁর কাজের ধরন একেবারেই আলাদা। তাঁর সংগ্রাম ও সততা তাঁকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।

    MORE
    GALLERIES

  • 36

    IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে

    স্মিতা সবরওয়াল ১৯ জুন ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল প্রণব দাস। তার মায়ের নাম পূরবী দাস। বাবার সেনায় চাকরির সুবাদে স্মিতা বড় হয়েছেন বিভিন্ন শহরে। অবসর গ্রহণের পর তাঁর বাবা হায়দরাবাদে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্মিতা সেখানেই স্কুলে পড়াশোনা করেন। তিনি আইএসসি-এর টপার ছিলেন। এরপর তিনি বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করেন।

    MORE
    GALLERIES

  • 46

    IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে

    স্মিতা তাঁর প্রথম প্রচেষ্টায় প্রিলিমিনারি পরীক্ষায়ও পাস করতে পারেননি। কিন্তু তিনি হাল ছাড়েননি এবং দ্বিগুণ প্রচেষ্টায় প্রস্তুত হন। ২০০০ সালে তার দ্বিতীয় প্রচেষ্টায়, তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সর্বকনিষ্ঠ ছাত্রী হয়েছিলেন। এতে তিনি সর্বভারতীয় স্তরে চতুর্থ স্থান অর্জন করেন।

    MORE
    GALLERIES

  • 56

    IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে

    তেলঙ্গানা ক্যাডার থেকে আইএএস প্রশিক্ষণ নিয়েছিলেন স্মিতা। নিয়োগের পরে, তিনি চিত্তুরে সাব-কালেক্টর ছিলেন। তিনি কুদ্দাপাহ গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক, ওয়ারাঙ্গলের মিউনিসিপ্যাল ​​কমিশনার এবং কুর্নুলের জয়েন্ট কালেক্টর ছিলেন।

    MORE
    GALLERIES

  • 66

    IAS Success Story: দার্জিলিংয়ের স্মিতা ২২ বছর বয়সে হয়েছিলেন আইএএস! তাঁর লড়াইয়ের গল্প চমকে দেবে সকলকে


    স্মিতা হলেন প্রথম মহিলা আইএএস অফিসার যাঁকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর অফিসে পোস্ট করা হয়েছে। স্মিতা আইপিএস অফিসার ডক্টর আকুন সবরওয়ালকে বিয়ে করেছেন। তাঁদের দুই সন্তান নানক সবরওয়াল ও ভুবিশ। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত স্মিতা সবরওয়াল। তার কাজের ধরন এবং দরিদ্রদের সাহায্য করার আবেগ প্রশংসিত হয় সর্বত্র।

    MORE
    GALLERIES