স্মিতা সবরওয়াল ১৯ জুন ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল প্রণব দাস। তার মায়ের নাম পূরবী দাস। বাবার সেনায় চাকরির সুবাদে স্মিতা বড় হয়েছেন বিভিন্ন শহরে। অবসর গ্রহণের পর তাঁর বাবা হায়দরাবাদে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্মিতা সেখানেই স্কুলে পড়াশোনা করেন। তিনি আইএসসি-এর টপার ছিলেন। এরপর তিনি বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করেন।
স্মিতা হলেন প্রথম মহিলা আইএএস অফিসার যাঁকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর অফিসে পোস্ট করা হয়েছে। স্মিতা আইপিএস অফিসার ডক্টর আকুন সবরওয়ালকে বিয়ে করেছেন। তাঁদের দুই সন্তান নানক সবরওয়াল ও ভুবিশ। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত স্মিতা সবরওয়াল। তার কাজের ধরন এবং দরিদ্রদের সাহায্য করার আবেগ প্রশংসিত হয় সর্বত্র।