1/ 5


রাত বাড়লে কলকাতাতেও হালকা শীতের হাওয়া ৷ ভোরের দিকে তো হালকা চাদর গায়ে রাখলে উষ্ণতা ভালো লাগে ৷ আর কলকাতা থেকে বহু দূরে হিমাচলে তখন তুষারপাত ৷ গোটা শহর যেন সাদা চাদরে রাতারাতি গা ঢাকা দেয়৷
2/ 5


শনিবার রাত থেকেই কেলংয়ে তুষারপাত ৷ মরশুমের প্রথম তুষারপাত দেখে আপ্লুত গোটা হিমাচল ৷ হিমাচলের রূপকে যেন আরও বাড়িয়ে তুলল এই তুষারপাত ৷
3/ 5


রাতের দিকে জমানো ঠাণ্ডা হিমাচলে ৷ তাপমাত্রার পারদ নেমে ৮-এর নিচে ৷ যত রাত বাড়ে, ঠাণ্ডা যেন আরও কমতে থাকে ৷
4/ 5


বাড়ির ছাদ থেকে গাড়ির ছাদ ৷ বরফ মোড়া চারিদিক ৷ করোনা আবহে এই ছবি যেন মনকে কিছুটা হলেও আনন্দ দেয় ৷