

•খুলতে চলেছে স্কুল৷ কন্টেইনমেন্ট জোনের আওতার বাইরে রয়েছে এমন জায়গাগুলিতে স্কুল খোলার অনুমতি মিলেছিল৷ তবে শেষ পর্যন্ত স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলিই৷ এমনই জানানো হয়েছিল৷ এবার সেই মতো নিজেদের রাজ্যে ১৯ অক্টোবর, আগামী সোমবার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার৷


•নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আপাতত স্কুল খুলছে৷ শুধুমাত্র এই শ্রেণির পড়ুয়ারাই স্কুলে আসার ছাড়পত্র পাচ্ছে৷ তবে এক্ষেত্রেও যদি দেখা যায় যে স্কুলে পুড়ুয়ার সংখ্যা বেশি হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না, তাহলে স্কুল চালানো যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ৷ জানিয়েছেন পঞ্জাবের শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিংগলা৷


•জেলায় জেলায় স্কুলগুলিকে সেই মতো নির্দেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ একবার স্কুল খুললে সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন, যে সব নিয়ম পালন করা হচ্ছে কিনা৷


•যদিও শিক্ষক-শিক্ষিকারা এবং পড়ুয়ারা যদি মনে করেন যে বাড়ি থেকে অনলাইন ক্লাস করা বেশি সুবিধাজনক, তাহলে তাই করা হবে৷ অন্যদিকে যারা স্কুলে আসবে তাদের অভিভাবকদের অনুমতি পত্র নিয়ে আসতে হবে৷


•স্কুলে যারা আসবে তাদের সকলকে মাস্ক পরা বাধ্যমূলক৷ এবং একে অন্যের মাস্ক ব্যবহার করা যাবে না কোনওভাবেই৷ গা ঢাকা জামা পরে পাঠাতে হবে ছাত্রছাত্রীদের৷


•স্কুলের ক্লাসরুমে বেঞ্চগুলি দূরত্ব মেনে রাখতে হবে৷ স্টাফরুমে একইভাবে শিক্ষকদের বজায় রাখতে হবে দূরত্ববিধি৷ স্কুলে প্রার্থনা সভা হবে নির্দিষ্ট ক্লাসরুমে বা কোনও খোলা জায়গায়৷