

কর্ণাটকে স্কুল খুলতেই হঠাৎ করোনা আক্রান্ত হয়েছেন অনেকে। ব্রিটেনেও দেখা গিয়েছে স্কুল খুললেই লাগাছাড়া হচ্ছে করোনা। এসব থেকেই সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। নীতি আয়োগ চাইছে আগে শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ সেরে তবে স্কুল খোলার পথে হাঁটতে।


মঙ্গলবার নীতি আয়োগের সদস্য ভি কে পল জানিয়েছেন স্কুল খোলার আগে সব শিক্ষক-শিক্ষিকাকে টিকা দেওয়া হবে।


টিকার আওতায় আসবেন পড়ুয়াদের বাড়ির লোকজনকেও। এর পরে টিকাকরণের মধ্যে আনা হবে স্কুলে যাওয়া ১২-১৮ বছর বয়সিদের।


কেন্দ্র জানিয়েছে আগামী ১৩ জানুয়ারি থেকে দেশে টিকাকরণ শুরু হয়ে যেতে পারে। প্রথমেই টিকা দেওয়া হবে ৩০ কোটি লোককে। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, পুলিশ সহ করোনা বিরুদ্ধে যারা লাগাতার লড়ে যাচ্ছেন সেই সমস্ত জীবিকার মানুষ।


প্রসঙ্গত এই রাজ্যে কবে স্কুল খুলবে এই প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এই বছরের প্রথম দিন বলেছিলেন, "রাজ্যের স্কুল গুলিকে স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করার কথা বলা হচ্ছে। যাতে স্কুল খোলা নিয়ে প্রস্তুত থাকতে পারে স্কুল কর্তৃপক্ষ। রাজ্য সরকার যেদিন সিদ্ধান্ত নেবে সেদিনই স্কুল খোলা হবে। আমরা চাই যাতে স্বাভাবিক পঠন-পাঠন হয়।"